আপসোস
মোঃ জাকির হোসেন জয়

স্বপ্নটা আজো স্বপ্নই রয়ে গেল পূর্ণ হলো না মনের সাধ,
আমায় ছেড়ে কেন তুমি চলে গেলে কি ছিল অপরাধ?

কেন তোমার প্রেমের সাগরে ভাসলাম!
জীবন দিয়ে সেই ভালবাসার শুধু দামই দিলাম।
ভালবেসে কী পেয়েছি আমি, হারিয়েছি সব;
এখন শুধু বেঁচে আছি আমি এটাই বাস্তব।

বিশ্বাস করে ভালবেসে দেখেছি কত রঙ্গিন স্বপ্ন,
বাস্তবে আজ দু’জনার চলার পথ সম্পূর্ণ ভিন্ন।
স্বপ্ন ছিল প্রীতি দিয়ে গড়বো মায়াবী নতুন ভূবন,
আশা ছিল ভালবেসে সুখময় করবো দুটি জীবন।

আপসোস হায়! আজো ভুলতে পারিনি তোমায়,
কি করে তুমি এতো সহজে ভুলে গেলে আমায়?
জানি কভু পাব না ফিরে তোমায় এই জীবনে,
তুমি এখন শুধুই স্মৃতি আমার মনের গহীনে।
******
রচনাকালঃ২৬/১২/২০১৯খ্রি: