আমি আছি...
মোঃ জাকির হোসেন জয়
############

আমার প্রতিটি শ্বাস,
উৎসর্গ করলাম তোমাকে...
“তুমি এগিয়ে যাও তোমার জীবনের লক্ষ্যে।”

আমি আছি... ভয় পেও না, নোঙ্গর হয়ে;
তোমার ঠিকানা খুঁজে নিও তুমি-
আমার হৃদয় মাঝে।

**************
রচনাকালঃ ০৩/০৪/২০০৮ খ্রিঃ
হাউজিং এষ্টেট, কুমিল্লা।