আবার আসিব ফিরে,
তোমার কাছে-
হয়তো এভাবে নয়, অন্য কোনভাবে।

হয়তো দক্ষিণা মলয় হয়ে,
এলোমেলো করে দিব তোমার চুল;
লক্ষ্মীটি, আমায় চিনিতে যেন তখন করোনা ভুল।

হয়তো উত্তরী হিমেল হাওয়া হয়ে,
তোমায় জড়িয়ে ধরব সকাল-সাঁজে,
প্লিজ লক্ষ্মীটি, বাঁধা দিও না তাতে।

আবার আসিব ফিরে,
হয়তো শ্রাবণের বারিধারা
নয়তো গ্রীষ্মের খাঁ-খাঁ রৌদ্র হয়ে।

আবার আসিব ফিরে,
হয়তো বর্ষায় নদীর দু’কুল উপচে পড়া জল
নয়তো শুষ্ক মরুভূমি হয়ে।

আবার আসিব ফিরে,
হয়তো তোমার আঙিনায় ঝরা শিউলী
নয়তো প্রস্ফুটিত গোলাপ হয়ে।

আবার আসিব ফিরে,
হয়তো গ্রীষ্মের গরম, বর্ষার ঘনকালো মেঘ,
শরতের নীল আকাশ, হেমন্তের ঝিকিমিকি মুক্তা,
শীতের কুয়াশা, নয়তো বসন্তের ফুল হয়ে।

আবার আসিব ফিরে,
হয়তো তোমার পিপাসার জল হয়ে
নয়তো ক্লান্ত ক্ষণে একটু শান্তির পরশ নিয়ে।

আবার আসিব ফিরে,
হাসি দেখতে তোমার মুখে,
হয়তো এভাবে নয়, অন্য কোনভাবে।

**************
রচনাকালঃ ০৬/১১/২০০১ খ্রি:, খালিশপুর, খুলনা।