মেধা নির্ভর জাতি গড়ার লক্ষ্যে এগিয়ে এলো যারা,
ক্ষমতা লোভী হায়নাদের বুলেটে শহীদ হলো তারা।
‘কোটা সংস্কারের দাবি’- যাদের ছিল লক্ষ্য,
আহা! স্বৈরাচারির বুলেট তাদের করে দিল স্তব্ধ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হলো যারা,
তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান চিরকাল শ্রদ্ধায় রবে তারা।
মনে রেখ, বীর সাঈদের রক্ত বৃথা যেতে পারেনা,
অধিকার আদায়ে বাঙালিরা কখনো হারতে জানেনা।
জগদ্দল পাথরের মতো বাংলার মসনদ আখড়ে আছে যে,
২৪’র ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দূর হয়ে যাক সে।