সেরা মানব জাতি
তবু ওরা ধান্দাবাজ।
মিথ্যার পথে চলছে সবাই
সত্যগুলো কাঁদছে আজ।
ভুলে গিয়ে মানব ধর্ম
মুখোশ পরে করছে কাজ।
মিথ্যা কথায় মন ভুলায়ে
বনছে নেতা, নেইকো লাজ!
ছল-চাতুরি করছে যারা
তারাই পরছে সোনার তাজ।
উল্টো পথে চলছে সবাই
চিন্তা জাগে মনের মাঝ।
মিথ্যার বিশ্বে সত্যগুলো
চলে গেছে অনেক দূর।
চারদিকে তাই নামছে আঁধার
দেখিনা আর রাঙা ভোর।
সত্য কথা বলতে গেলে
মনে লাগে অনেক ভয়।
সত্যের এখন নেই যে মূল্য
মিথ্যার দেখি হচ্ছে জয়।
আজকের যুগে বাঁচতে গেলে
বন্ধ রাখো চোখ মুখ কান।
নইলে তুমি হবে দোষী
যাবে চলে আপন প্রাণ।