পৃথিবী নামক এ রঙ্গশালায় চলছে নাটক,
কমেডি, ট্র্যাজেডি চলছে অবিরত,
কেউ তার হিসেব রাখিনি।
কে লিখেছে এই নাটকের স্ক্রিপ্ট?
কে তার পরিচালক?
তা জানার ইচ্ছে নেই!
আমরা সবাই এক একজন অভিনেতা
শুধু অভিনয় করেই চলছি।
পরিচালক মহোদয় দারুণ দক্ষ।
কখন যে কোন চরিত্র বাদ দিবেন,
কাকে কোন জায়গায় ঢোকাবেন,
কী তুলবেন উনার ক্যামেরায়,
শুধু তিনিই জানেন।
আমরা রয়েছি শুধু অভিনয়ের দায়িত্বে,
অভিনয় শেষে যেতে হবে এই রঙ্গশালা ছেড়ে।