তোমার ভাত কাপড় জুটুক বা নাই জুটুক
সেটা আমি বুঝি না,
চিকিৎসার অভাবে রোগী মারা যাক বা নাই যাক
তাহা আমি খুজি না,
তোমার মাথার উপর ছাদ থাকুক বা নাই থাকুক
সেটা আমি দেখি না।
তোমার সন্তান শিক্ষিত হউক বা নাই হউক
এটা আমার বিষয় না,
তোমার নিরাপত্তা থাকুক বা নাই থাকুক
ওটা আমার দায়িত্ব না;
আমায় শুধু ভোটটা দিও বন্ধু---
ঐটা কিন্তু তোমার দায়িত্ব।