বীর সন্ন্যাসী বিবেকানন্দ তোমায় জানাই প্রণাম।
এই ভারতের ইতিহাসে প্রথিত তোমার নাম।
জন্ম নিলে এই দেশেতে নব যৌবন গড়তে।
ভারতবর্ষ মর্যাদা পেল তোমার প্রচেষ্টাতে।
জীব প্রেমের শিক্ষা দিলে ঈশ্বর প্রেম ও পাই।
শিক্ষা দিলে হিন্দু মুসলিম সকল যেন ভাই ভাই।
তোমার হাতে জীবন পেল আমাদের এই দেশটা।
যুবকদেরকে গড়ে তুলতে করতে সদা চেষ্টা।
আজো শক্তি জোগায় প্রাণে তোমার মহান বাণী,
মুছে ফেলে হৃদয় থেকে যত আছে গ্লানি।
আজি তোমার জন্ম দিনে তোমার প্রতি শ্রদ্ধা।
মানুষ যেন বুঝতে পারে তোমার জীবন বোধটা।