রোজা শেষে ঐ আকাশে
উঠল ঈদের চাঁদ।
এই আনন্দে খোকা খোকির
ভাঙছে খুশির বাঁধ।
নানান রকম মণ্ডা মিঠাই
তৈরি হচ্ছে আজ।
নতুন কাপড় পরছে সবাই
কি অপরূপ সাজ!
এই দিনেও দীনের বুকে
আছে অনেক দুখ।
ফিতরা যাকাত দিলে তুমি
একটু পাবে সুখ।
ওদের তরে সাধ্যমতো
করো আজি দান,
ভেদাভেদ সব মুছে গিয়ে
বাজুক সাম্যের গান।