মে মাসের ঐ উনিশ তারিখ
রেল লাইনেরই পাশে,
আসাম পুলিশ গুলি ছুড়ে
সন্ত্রাসীদের বেশে।
এগারোটি প্রাণ শহীদ হল
বাংলা ভাষার তরে।
কত মায়ের অশ্রু সেদিন
রাজপথে যায় ঝরে।
পথের মানুষ থমকে দাঁড়ায়
বাতাস বারুদ মাখা।
গাছ-গাছালি সব বিষণ্ন হয়ে
কষ্টে নাড়ায় শাখা।
তপ্ত জৈষ্ঠ্যে জ্বললো আগুন
মিছিল চতুর্দিকে।
প্রতিবাদের শ্লোগান গুলি
রক্ত দিয়ে লিখে।
অবশেষে পাই অধিকার
মাতৃভাষায় বলার।
উনিশ হল চেতনা আমার
বাংলা নিয়ে চলার।