স্তব্ধ নির্ঘুম আর...
ঠাণ্ডা নীরব রজনী,
বিষন্ন আঁধারে আজ
আমি একাই জেগে আছি।
বিস্তীর্ণ সাগরের অথৈ জলে
যেন সাঁতার কাটিতেছি,
অমানবিকতার আঘাতে--
বার বার আহত হওয়া
আমি এক মানব সন্তান।