ঢোলক বাজে সানাই বাজে
সাজছে টুনি বধূর সাজে
হলুদ শাড়ি গায়।
পায়ে নূপুর হাতে চুড়ি
মোদের টুনির নেইরে জুড়ি
দেখবে যদি আয়।
ঝুমুর ঝুমুর ছন্দ তোলে
নাচছে বৌদি হেলে দোলে
নতুন শাড়ি গায়।
টুনি তাহার লাজুক মুখে
মুচকি হেসে মনের সুখে
মিটি মিটি চায়।
বৌদির নাচন দেখে সবে
দিচ্ছে তালি কলরবে
দেখছে বসে বর।
আজকে টুনি বধূ বেশে
যাবে চলে বরের দেশে
ছাড়বে মায়ের ঘর।
কাঁদছে এবার মাকে ধরে
টুনির চোখে অশ্রু ঝরে
আসছে বিদায় ক্ষণ।
হলো আজি টুনির বিয়ে
যাবে এখন বিদায় নিয়ে
খারাপ সবার মন।