দু'হাজার বিশ!
আর কত কেড়ে নিবে তুমি,
আর কত নিতে চাও?
কেড়ে নিলে কত যে আপনজন,
অশ্রুজলে দিয়ে দিলাম বিদায়।
কেড়ে নিলে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য;
আমফান দিয়ে ভেঙে দিলে বাড়ি ঘর;
আর দাবানলে জ্বলে ছাই বনজ সম্পদ।
অবশেষে বন্যা---
ভাসিয়ে দিলে গরীবের শেষ সম্বলটুকু।
আরো চাও?
এই অভাগার জীবনটা নিয়ে নাও।
তবু একটু বিশ্রাম নাও।
দু'হাজার বিশ!
তুমি বিশ নও; তুমি বিষ।