আজন্ম তৃষ্ণার্ত মানুষের মন।
সে তৃষ্ণা সাহারা মরুভূমির
তপ্ত বালুকা রাশির তৃষ্ণার চেয়ে ও বেশি;
প্রশান্ত মহাসাগরের সমগ্র জল দিয়ে ও
নিবৃত্ত করা যায় না সে তৃষ্ণা
বরং সে তৃষ্ণা আরো বেড়েই চলে।
মানব মনের এ তৃষ্ণা মান ও যশের তৃষ্ণা,
এ তৃষ্ণা সম্পদ ও টাকার তৃষ্ণা,
এ তৃষ্ণা সুখে থাকার তৃষ্ণা,
এ তৃষ্ণা নিজ স্বার্থের তৃষ্ণা,
এ তৃষ্ণা শারীরিক চাহিদার তৃষ্ণা,
এ তৃষ্ণা পার্থিব আয়েসের তৃষ্ণা;
মানুষের মনের এই তৃষ্ণার নিবৃত্তি নাই
আছে শুধু প্রবৃদ্ধি।
হ্যাঁ, মানুষের মনে তৃষ্ণা চাই;
তবে, সে তৃষ্ণা হোক মূল্যবোধের তৃষ্ণা,
হোক আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার তৃষ্ণা,
সে তৃষ্ণা হোক শিক্ষা-দীক্ষার তৃষ্ণা,
হোক মানবতা, শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠার তৃষ্ণা,
সে তৃষ্ণা হোক জন স্বার্থের তৃষ্ণা,
হোক কুসংস্কারমুক্ত সমাজ গঠনের তৃষ্ণা,
সে তৃষ্ণা হোক সুষ্ঠু গণতন্ত্র স্থাপনের তৃষ্ণা,
হোক সার্বিক উন্নয়ন ও বিকাশের তৃষ্ণা।