ঝক্ ঝকা ঝক্ শব্দ করে
ট্রেন চলেছে ওই।
সকাল সাঁঝে ছুটে চলে
ট্রেনের বাড়ি কই?
একটু থামে আবার ছুটে
পার হয় মাঠ আর বন।
সেতুর উপর বাজনা বাজায়
ঝন্ ঝনা ঝন্ ঝন্।
সারা দিনই ঘুরে বেড়ায়
নেই যে তাহার রেশ।
দ্রুত বেগে চলতে থাকে
দিনটা কাটে বেশ।
মাঝে মাঝে বাঁশি বাজায়
ইচ্ছে যদি হয়।
খোকা খুকি লম্বা গাড়ির
অপেক্ষাতে রয়।
স্টেশন এলে থেমে পড়ে
করে খক্ খক্ খক্।
যাত্রী নিয়ে আবার ছুটে
ঝক্ ঝকা ঝক্ ঝক্।