আজো আমি বেঁচে আছি প্রিয়,
তবে আর মানুষ হয়ে নয়,
ঠিক যেন পুতুল নাচের ঐ কাঠের পুতুল।
আমার হাতের সুতো, পায়ের সুতো, মাথার সুতো
এক দক্ষ পুতুল মাস্টারের হাতে;
আর ওরই ইচ্ছায় নেচে যাই দিন রাত।
জানিস প্রিয়,
আমার এই বেঁচে থাকায় কোনো সুখ নেই,
নেই কোনো অনুভূতিও;
আছে শুধু ঘৃণা--
ঘৃণা নিজের প্রতি, ঘৃণা জীবনের প্রতি,
ঘৃণা মানুষের প্রতি, 'মানুষ' শব্দটার প্রতি।
তবু বেঁচে আছি প্রিয়,
বেঁচে আছি-- বেঁচে থাকতে হয় বলে।