দেশের তরে জেগে উঠুক
তরুণ তোমার মন।
ন্যায় নিষ্ঠা আর সততায়
ভাসুক সকল জন।
সবাইকে আজ দেখিয়ে দাও
ভয়কে করো জয়।
মিথ্যার যতো অট্টালিকা
হোকনা আজি ক্ষয়।
যুদ্ধক্ষেত্রের অশ্ব তুমি
সিংহ তোমার সাজ।
তোমার হাতেই জাতির উত্থান
এটাই তোমার কাজ।
চুপটি মেরে ঘরের কোনে
বসোনাকো আর।
আজই তুমি জেগে উঠো
খুলো দুটি দ্বার।