শুধুই তোমায় চাইগো মোরা
একাই এসো বৃষ্টি,
বিজলি শিলা সাথে এলে
ধ্বংস করবে সৃষ্টি।
দমকা হাওয়া নিষ্ঠুর অতি
কঠিন তাহার হৃদয়,
ঘর বাড়ী সব উড়িয়ে নেয়
ওকে লাগে খুব ভয়।
সঙ্গ ছেড়ে নেমে এসো
সবার প্রিয় তুমি,
দাও কমিয়ে সূর্যের উত্তাপ
ঠাণ্ডা করো ভূমি।
মুষলধারে ঝরে পড়ো
নদী ভরুক জলে,
বৃক্ষ লতা ভরে উঠুক
নানান রকম ফলে।
পৃথিবীটা সজীব হবে
তুমি এসো যদি।
তাইতো বৃষ্টি, সবাই তোমায়
ডাকছে নিরবধি।