(লিমেরিক - ০৪)
ঐ নদীটির উত্তর পাড়ে দুখু মিয়ার ঘর
মেয়ের বিয়ে ঠিক হয়েছে শিল্পপতি বর
দিতে হবে পণের টাকা
লক ডাউনে পকেট ফাঁকা
দুখু মিয়া বেচছেন বাড়ী দু'লাখ টাকা দর।
(লিমেরিক - ০৫)
আকাশেতে উড়ে চলে হরেক পাখির দল
দেখে তাহা বলছে প্রেমিক চলরে সখী চল
যাইনা চলে অনেক দূরে
দেশটা ছেড়ে অচিনপুরে
দু'জন মিলে গড়ব সেথায় ভালোবাসার তল।
(লিমেরিক - ০৬)
চশমা পরে মাস্টার বাবু কাঠের টোলে বসে
খাতা কলম নিয়ে এবার টাকার হিসাব কষে
কোথায় গেল এত টাকা
এক নিমেষে পকেট ফাঁকা
গিন্নী তাহার মুখের মাঝে এল্যো ক্রিম যে ঘষে।