টাকা দিয়ে কিনতে পারো
ভালো একটা বাসা।
টাকার দামে যায় না কেনা
শ্রদ্ধা ভালোবাসা।
কোটি টাকা তোমার ঘরে
থাকতে পারে সত্য।
টাকা দিয়ে পারবে কিনতে
একটু শান্তির পথ্য?
ছুটছ তুমি টাকার পিছু
সকাল সাঁঝে নিত্য।
সেই টাকায় আজ কিনো দেখি
কারো একটা চিত্ত!
টাকার বলে কিনতে পারবে
অক্সিজেন আর বায়ু।
টাকায় কিন্তু যায় না কেনা
একটুখানি আয়ু।
সব কাজ হয়না টাকার দ্বারা
জেনে রাখা ভালো।
টাকার পিছু না ছুটে তাই
মানে জ্বালাও আলো।