এই জগতে সবাই শুধু
টাকার পিছু ঘুরে।
নানা রকম অপকর্ম
করে টাকার জোরে।
বিচার আচার মরে গেছে
ঘুষের করাল ঝড়ে।
অপরাধীর হয়না শাস্তি
টাকায় আইন গড়ে।
টাকা পেলে পুলিশ উকিল
নিমেষে হোন বিক্রী।
টাকা দিয়ে যায় যে কেনা
মূল্যবান সব ডিক্রি।
টাকা পেলেই বন্ধ হয় আজ
সংবাদিকের লেখা।
টাকায় মিলে সার্টিফিকেট
লাগেনা আর শেখা।
বিবাদ যত আছে ধরায়
সবার মূলে টাকা।
টাকার জন্য জগতটা যে
হয়ে গেছে বাঁকা।