আকাশে বাতাসে যারা মিশিয়েছে বিষ
সেইসব বিচিত্র প্রাণীগুলোর
ক্ষুধা তৃষ্ণার নিবারণ নেই, অনুতাপ ও নেই,
ওরা বোঝে শুধু নিজ-স্বার্থ
আর, উগরে দেয় অতৃপ্ত লোভের ছলাকলা
পৃথিবীর কোনায় কোনায় হিংসার বীজ।
ওদের হৃদয়ে স্নেহ মমতার কোনো স্থান নেই
রয়েছে কেবল বিষগুল্ম।