স্বপ্নের পৃথিবীতে ছবি আঁকি রোজ।
বাস্তবে পাই শুধু কষ্টের খোঁজ।
জীবনের আশাগুলো উড়ে যায় ভেসে।
হতাশার মেঘমালা খেলা করে এসে।
সিঁড়ি বেয়ে যেতে চাই নিজ ঠিকানায়।
কবে পৌঁছাবো গিয়ে এই সীমানায়।
এক পা এক পা করে চলি আমি ভাই।
স্বপ্নের ঠিকানাটা খোঁজে পেতে চাই।
আমার স্বপ্ন কবে বাস্তব হবে?
অন্ধ ধরায় আলো আসবে যে কবে?
পৃথিবীতে আজ শুধু ক্ষয় আর ক্ষয়।
হঠাৎ এ জীবনের ঘটে যাবে লয়।
কলমের কালি দিয়ে লিখে রাখি কথা,
অন্তরে জমে থাকা সারি সারি ব্যথা।
এই ধরণীর মাঝে নাই বুঝি সুখ।
অঙ্কিত আশাগুলো হয়ে আছে মূক।
সুখ নেই পৃথিবীতে, চলে গেছে দূরে।
হৃদয়টা আজ কাঁদে ঐ করুণ সুরে।
তবু আমি বেঁধে থাকি কত শত আশা।
ধরণীর বুকে পেতে চাই ভালোবাসা।