মনের মাঝে রক্ষিত ঐ
স্বপ্ন গুলো বলে।
পাখির মতো উড়ে যাব
নীল আকাশে চলে।
ইচ্ছেমতো আকাশ পানে
ঘুরব আমি আজ।
ইচ্ছে গুলো করব পূরণ,
করব কত কাজ।
ইচ্ছেটা আর নয়তো কিছু
স্বপ্ন দেখার ছল।
স্বপ্ন গুলো সব ভেঙে যায়
চোখে আসে জল।
এমন করে কত স্বপ্ন
বুনি আমি রোজ।
স্বপ্ন আমার হারিয়ে যায়
পাইনা তাদের খোঁজ।
তবু আমি নিত্য দিনে
স্বপ্ন আঁকি ভাই।
স্বপ্নে আঁকা ইচ্ছে গুলো
পূরণ করতে চাই।