কুশাসনে মানব জীবন হচ্ছে আজি ক্ষয়,
নিষ্ঠার সাথে চলার পথে আছে অনেক ভয়।
তাইতো আজকে শত যুবক স্বেচ্ছাচারী হয়,
এমন ভাবেই ঘটছে ধরায় মানবতার লয়।
শত শত ছেলে মেয়ে অসৎ পথে আজ,
নেশা করে রাস্তায় ঘুরে নেইতো তাদের লাজ।
দিনে রাতে আড্ডা দিচ্ছে ফেলে সকল কাজ,
প্রেমের নেশায় মাতাল এরা কর্মে ফাঁকি বাজ।
স্নেহের শাসন যদি দেশে সবার জন্য রয়,
দেশের মানুষ হবে তখন অনেক বিবেকময়
ন্যায়ের পথে চলবে তারা অসৎ পথে নয়,
সবাই মিলে একই সাথে বিশ্ব করবে জয়।
সুসাশনে আনতে হবে মুক্তি দিশার পথ,
স্নেহের ডোরে যত্ন করে গড়তে হবে রথ।
দেশের সম্মান রাখতে হবে দৃঢ় রেখে মত,
সবার মনটা জাগবে তখন ভাবনা হবে সৎ।
আসুন সবে একই সাথে নয়তো কেহ পর,
ভালোবেসে সমাজ গড়ি ছন্দে রেখে ভর।
শিক্ষা দীক্ষায় জেগে উঠুক সকল নারী নর,
জাতি ধর্ম নির্বিশেষে বাঁধি সুখের ঘর।