জোছনা রাতে নীল আকাশে
লক্ষ তারার মেলা।
গগন মাঝে চাঁদ তারারা
খেলছে প্রেমের খেলা।
ছোট ছোট জোনাক পোকা
মিটিমিটি জ্বলে।
চাঁদের আলোয় উড়ে উড়ে
প্রাণের কথা বলে।
রাতের শেষে প্রভাত বেলা
রাঙা করে আকাশ।
মুচকি হেসে সূর্য ওঠে
বয়ে চলে বাতাস।
পুষ্প বাগে রঙের বাহার
অবাক হয়ে দেখি।
বৃক্ষশাখে মধুর কণ্ঠে
গাইছে বসে পাখি।
স্রস্টার লীলা এমনি চলে
নেইতো কোনো দ্বন্দ্ব।
তাই না দেখে মনের সুখে
কবি আঁকেন ছন্দ।