শিক্ষক আমার মাথার মুকুট
আলোর পথের দিশারী।
জ্ঞানে গুণে মহান তারা
জাতির সেরা কাণ্ডারী।
হৃদে প্রদীপ জ্বালান শিক্ষক
ছাত্রের মেধা বিকাশে।
জ্ঞানের আলো ছড়ান তারা
অশিক্ষার এই আকাশে।
মানুষ গড়ার মহান সাধক
শিক্ষাগুরু সর্বজন।
হাজার হাজার প্রণাম জানাই
ওহে আমার গুরুজন।
আজকের দিনে করছি স্মরণ
অনেক জ্ঞানী মহাজন,
শিক্ষক জাতির মহাপুরুষ
সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
উনার পথের পথিক হলেন
আমার সকল শিক্ষকগণ।
ওদের প্রতি কৃতজ্ঞতা
থাকবে আমার আমরণ।
ওরা হলেন ভক্তির পাত্র
সম্মানিত সুশিক্ষায়।
তাঁদের কৃপায় হাতে খড়ি
শ্রদ্ধাঞ্জলি সর্বদায়।