বছর ঘুরে শিক্ষক দিবস
আসল ভারতবর্ষে।
ছাত্র-ছাত্রী সবাই মিলে
পালন করছে হর্ষে।
দিকে দিকে খুশির আমেজ
যেন উৎসব শুরু।
এই দিনেতে প্রণাম জানাই
আমার সকল গুরু।
মায়ের কাছে প্রথম শিক্ষা
শিখছি কথা বলা।
তাহার পরে ধীরে ধীরে
সমাজ মাঝে চলা।
পাঠ্য জীবন শুরু হল
গুরুর হাতটি ধরে।
ওদের ত্যাগে আমার জীবন
জ্ঞানের আলোয় ভরে।
ধাপে ধাপে শিক্ষকরা যে
দিচ্ছেন আমায় শিক্ষা।
মানুষ করে গড়ছেন তারা
দিয়ে সত্যের দীক্ষা।
অনেক কষ্ট করছেন সদা
আমার জীবন গড়তে।
আদর করে শিখিয়ে দেন
কীভাবে হয় পড়তে।
শিক্ষগণ তাই শ্রেষ্ঠ মানব
কৃতজ্ঞতা জানাই।
ওদের জন্য জীবন মাঝে
বাজে সুখের সানাই।
পরিশেষে আরজ করি
মহান প্রভুর দ্বারে।
দীর্ঘজীবী করুন ওদের
বলছি বারে বারে।