মাটির শরীরে কিছু আছে পাথরের হৃদয়
কিছু সাজানো সংসার ভেঙে চুরমার হয়।
কিছু অশ্রু ঝরে যায় নীরবে নির্জন রাতে
কিছু কিছু পথ আছে কেউ থাকেনা সাথে।
এ কোন বিরহ ভাই, এ কোন বিরহ!
কিছু কিছু কথা আছে কেউ শুনবেনা কানে
কিছু ব্যাথা আছে বুঝবেনা কেউ তার মানে।
কিছু তরী কোনোদিনও ভিড়বে না যে কূলে
কিছু মাঝি দিশেহারা, তার আপন পথ ভুলে।
এ কোন সন্ধ্যা ভাই, এ কোন সন্ধ্যা!
কিছু মানুষ আছে সেথা কল্পিত মুখোশ পরে
কিছু নেতা খাচ্ছে লুটে সেবকের রূপটি ধরে।
কিছু মানুষ বেঁচে আছে অন্যের পা চেটে
কিছু মহান পায়না মূল্য শুধুই যাচ্ছে খেটে।
এ কোন পৃথিবী ভাই, এ কোন পৃথিবী!
কিছু পথ আছে সত্যের, কণ্টক মাখা অতি
কিছু মানুষের কর্মকাণ্ডে ঠিক থাকে না মতি।
কিছু্ কথা বলতে মানা, নইলে যাবে কারাগারে
কিছু কর্ম অসম্পূর্ণ রেখে যেতে হবে পরপারে।
এ কোন জীবন ভাই, এ কোন জীবন!