শরতের সমীরণ বয়ে যায় অবিরল
আকাশের বুকে ঐ নীরদের চলাচল।
বালুময় নদীচর শিউলির আসে ঘ্রাণ
সুশীতল ধরাধাম খুশি তাই যত প্রাণ।
পাখি সব তুলে রব নানা সুর চারিদিক
প্রভাতের মিঠে রোদ বালুচর ঝিকিমিক।
বাগিচায় ফুটে ফুল সুশোভন ধরাতল
সাগরের পানে ঐ ছুটে যায় নদীজল।
রাখালের কোলাহল ধেনুদল মাঠে যায়
গেয়ে গান তুলে পাল মাঝি ভাই তরী বায়।
চাষী সব করে চাষ মাঠে তাই আলোড়ন
খুশিময় চারিদিক মধুময় যেন ক্ষণ।
নীলাকাশ জলাশয় অপরূপ লাগে আজ
শরতের কালে ওই সাদা কাশ করে রাজ।
লাগে বেশ মনোরম যে দিকেই আঁখি যায়
আছে সব আহরণ আমাদের পাড়া গায়।
ঋতুটির আগমন মনোহর লাগে খুব
মনে চায় ছুটে যাই শরতেই দিতে ডুব।
প্রকৃতির কত রূপ চারিদিক লাগে বেশ
হৃদে প্রেম জাগে আজ দেখে এই প্রিয় দেশ।