বর্ষাকালে পড়ছে বৃষ্টি।
আকাশ কালো করে
টুপুর টাপুর বৃষ্টির জলে
উঠছে নদী ভরে।
বৃষ্টিপাতে নদী বাঁধটি
ভেঙে গেল আজ।
সবার মাথায় পড়ছে বুঝি
বিনা মেঘের বাজ।
কোথায় যাবে কী বা খাবে
আতঙ্কিত প্রাণ।
গ্রামটি আজি গ্রাস করেছে
সর্বনাশী বান।
বন্যার জলে ডুবছে জমি
ফসল হচ্ছে নষ্ট।
এবার বুঝি সারা বছর
করতে হবে কষ্ট।
পোষা প্রাণী ভেসে যাচ্ছে
কী আর বলব ভাই।
চিন্তায় মগ্ন সবাই আজি
চোখে ঘুম নাই।