জন্ম নিয়ে ধরার মাঝে
লিপ্ত আজি পাপের কাজে
নারী পুরুষ সব।
হালাল ছেড়ে হারাম পথে
চলে সবাই নিজের মতে
ভুলে আপন রব।
পিছনে ফেলে স্বীয় ধর্ম,
করছো কেন খারাপ কর্ম,
ওহে মানুষ ভাই?
খোদার কথা স্মরণ করো
সত্য পথ আঁকড়ে ধরো
সময় আর নাই।
নিত্য পাপ করছো তুমি
গড়ছো দেশে নরক ভূমি
খাতায় আছে জমা।
দু'জাহানের মালিক প্রভু
মাফ করিয়া দিবেন তবু
চাইলে তুমি ক্ষমা।
শপথ করো আজকে হতে
চলবে নাকো পাপের পথে
আর কখনো তুমি।
দয়াল খোদা সহায় হবে
স্বর্গ সুখ মিলবে ভবে
শান্তি হবে ভূমি।