ভালোবাসা এতো ব্যথা বুঝিনিতো আগে,
একা একা বসে ভাবি অশ্রু পড়ে ঝরে।
বিরহের এই বিষে যাবো বুঝি মরে,
অবোধ অন্তর শুধু কাঁদে অনুরাগে।
স্মৃতিগুলো ভেসে ওঠে হৃদয়ের বাগে,
সখী আজ চলে গেছে অপরের ঘরে
বঁধু সেজে ভালোবেসে তাঁর হাত ধরে।
হৃদয় সৈকতে তবু নব আশা জাগে।
ছিন্ন হল ভালোবাসা মনে লাগে ঘোর,
দিবানিশি জ্বলে শিখা বুক কেঁদে ওঠে।
চারিদিক অন্ধকার হয়না যে ভোর,
চঞ্চল চিত্তটা মোর প্রেমবানে ছোটে।
আশা নিয়ে আছি তবু খোলে দুটি দোর,
প্রেয়সীর মিলনটা যদি কভু জুটে।