উঁচুনিচু ভেদাভেদ রয়ে গেছে ভবে,
জাতি ধর্ম নিয়ে লোকে হানাহানি করে,
ভাষা নিয়ে মারামারি, চোখে অশ্রু ঝরে।
সমাজের কালো নীতি বন্ধ হবে কবে?
জীবনের পথে আজ ছুটে চলে সবে,
মানবতা ভুলে গিয়ে মুনাফার তরে।
নিজ স্বার্থে শ্রেষ্ঠজীব পশুরূপ ধরে,
সততার পথ আর কবে মুক্ত হবে?
এসো ভাই গাই আজ সমতার গান,
ভেদাভেদ সব ভুলে হাতে রাখি হাত।
যত আছে রাহাজানি করে খান খান,
মিলেমিশে এই দেশে চলি একসাথ।
পরের তরে জাগুক আমাদের প্রাণ,
তিমির রজনী কেটে আসুক প্রভাত।