নিজ নিজ স্বার্থে ব্যস্ত সকল মানুষ,
চলছে সবাই শুধু নিজের কল্যাণে।
মানুষের বেশে আছে যত অমানুষ,
নিমেষেই করে খুন স্বার্থের সন্ধানে।
হিংসা বিদ্বেষ আর শুধু হানাহানি,
ধরণীর পরে নেই কোনো ভালোবাসা।
লোভের মোহে চলছে যত রাহাজানি,
বিলাসী যাপন আজ সকলের আশা।
মানুষ জানেনা বুঝি মানুষের সংজ্ঞা,
নিজের স্বার্থের জন্য ভুলে যায় সব।
সংসারে অহরহ লেগে থাকে দাঙ্গা,
'আমার আমার' এই এক কলরব।
স্বার্থ ছেড়ে শুদ্ধ পথে চলে এসো ভাই,
মানব হয়ে জন্মেছ, মানবতা চাই।