সর্বব্যাপী মহামারী কোভিড ঊনিশে
চারদিকে মানুষের আহাজারি শুনি।
মানব ঘাতক এই ভাইরাস বিষে
টিভির সামনে বসে শুধু লাশ গুনি।
এই সঙ্কট সময়ে কাঁদছে এ বিশ্ব,
বাড়ছে বিলাপ রোল, হাহাকার রব।
বলিষ্ঠ জগতবাসী হয়ে গেছে নিঃস্ব,
মৃত্যুর বাজনা বাজে, গৃহবন্দী সব।
সবকিছু মানবের পাতকের ফল,
স্রষ্টার তাণ্ডবলীলা জগতের পরে।
কে করবে নিস্তরণ, আছে কার বল?
ঘরে ঘরে আর্তনাদ বাঁচিবার তরে।
মুক্তি চাই, হে বিধাতা! দাও পরিত্রাণ,
নিজ মাহাত্ম্যে বাঁচাও সকলের প্রাণ।