ক্ষুধার্ত বিবস্ত্র শিশু হাহাকার ধরা,
চারদিকে হানাহানি অস্থির জগত।
দিশেহারা জনগণ বিবেকের মরা,
প্রকাশ করা যায়না আর স্বীয় মত।
কাশ্মীর ও মায়ান্মারে নরত্বের খরা,
দেশে দেশে চলছে ঐ জুলুমের রথ।
বিশ্বের নর-নারীর বুকে শোক ভরা,
খুঁজছে মানুষ শুধু বাঁচিবার পথ।
চাই অস্ত্রহীন বিশ্ব, চাই ভালোবাসা,
ক্ষুধার্তের খাদ্য চাই সমানে সমান,
নিষ্ঠুর ধরায় চাই শান্তিপূর্ণ বাসা,
চাইনা শুঁকিতে আর লাশ পচা ঘ্রাণ।
উদিবে নতুন রবি করেছি এ আশা,
জাগিবে আজ সকল মানবের প্রাণ।