স্বাধীনতা হল লাখো শহীদের প্রাণ
বীরাঙ্গনা মা-বোনের বীরত্বের দাম
পরিশ্রান্ত সৈনিকের ঝরে পড়া ঘাম
ব্রিটিশের আস্তানায় অগ্নিজ্বালা গান।
শত শত যুবকের আত্ম বলিদান
নিজ হাতে তৈরি করা স্বদেশের নাম
সমকণ্ঠে গেয়ে ওঠা স্বদেশীয় সাম
রক্ত দিয়ে নিয়ে আসা মহা পরিত্রাণ।
স্বাধীনতা সগৌরবে দিয়েছিল সুখ,
সেই সুখ চলে গেছে বহু দূরে আজ।
বিরহিত নাগরিক ম্লান তার মুখ,
ক্ষিদায় মরে মানুষ নেই তবু লাজ!
দেখেও দেখেনি কেউ গরিবের দুখ,
স্বাধীন দেশে বঞ্চনা, এ কেমন কাজ?