কত শত উপহার পেয়েছি এ ভবে,
মহান প্রভু মোদের করেছেন দান।
আরো যত চাওয়া চাই মোরা সবে
মানব সভ্যতা আজ করছে প্রদান।
আধুনিক বিজ্ঞানের যত আবিষ্কার
সবই হচ্ছে শুধু ঐ মানবের তরে।
ভোগ করি নিরন্তর, সব উপহার
যাহা পাই মোরা এই ধরণীর পরে।
জগতের মাঝে আর নেই যে হীনতা
দু'হাত ভরে পেয়েছি আজ সব কিছু।
তবু লাঘব হয়নি মোদের দীনতা,
অপচয় করে ছুটি চাহিদার পিছু।
এই জগতে রয়েছে যত উপহার,
সুখী হব, যদি করি ঠিক ব্যবহার।