তুমি বলেছিলে- অনেক অনেক সুখে রাখবে,
প্রতিশ্রুতি দিয়েছিলে- অমাবস্যা রাতে জোছনা এনে দিবে।
অবোধ আমি বুঝতে পারিনি-
ওটা ছিল শুধু কথার কথা, ছিল তোমার প্রবঞ্চনা।
সময় যায়, কথাগুলো পুরানো হয়;
শ্যাওলা জমতে থাকে।
আমি নিশ্চিন্ত- শ্যাওলার সবুজকে আবিরের রং মনে হয়,
আর ঐ সবুজে নিজেকে রাঙাই।
অবশেষে ভুল ভেঙে যায়, চমকে চেতনায় ফিরি।
দেখতে পাই- নতুন নতুন কথার ভিড়ে
তোমার পুরানো কথাগুলো কোথাও হারিয়ে গেছে,
ওগুলো আর কথা বলে মনে হয় না;
ওই সব এখন তোমার কাছে অনেক বিশ্রী লাগে।
সংজ্ঞাহীন হয়ে থাকি।