আমি এক সংগ্রামী নেমেছি সংগ্রামে,
চলিবে সংগ্রাম আমার, যাবেনা থেমে।
আজ আমার সংগ্রাম শুরু, কণ্ঠে প্রতিবাদী সুর।
জানি সম্মুখে আছে কত বাঁধা, পথ কাঁটাময়,
এ পথে আছে কত কষ্ট, আছে রিপুর ভয়।
তবু জানি আমি যেতে হবে দূর বহু দূর।
আমার পায়ে বিঁধুক যতই কাঁটা,
থামলে হবেনা এ পথ হাঁটা।
সময় সংকীর্ণ, গন্তব্য অনেক দূর।
আমার চলার পথে আসিবে কত কুমন্ত্রণা,
হাসিমুখে সয়ে যাব আছে যত যন্ত্রণা
করিব আমি মোকাবিলা সকল শত্রুর।
সংগ্রামীর পথ অনেক কাঁটাময়,
তা জেনেই পথ চলতে হয়।
আমার সংগ্রামী মন ভয় করেনা মৃত্যুর।।