দেয়ালের গায়ে চলে তিন পায়ে
সময়টা রাখে ঠিক।
দিন-রাত ধরে সকলের ঘরে
করে শুধু টিক্ টিক্।
তার পানে চেয়ে পথ চলা ধেয়ে
জোরে জোরে শুধু হাঁটা।
ঝড় বেগে চলা মনে মনে বলা
ধীরে ধীরে চলো কাঁটা।
দুনিয়াটা নিয়ে মন প্রাণ দিয়ে
স্বার্থের টানাটানি।
পাইনি তো সুখ তাই মনে দুখ
দেখি শুধু হানাহানি।
সুখ দুখ সনে বসে আনমনে
ভাবিতেছি আমি আজ।
আয়ু যায় কমে প্রতি দমে দমে
হয়নি তো কোনো কাজ।
আর নয় হেলা করবনা বেলা
এই পণ করি ভাই।
সময়ের কাজ কাল নয় আজ
এখনই করা চাই।