ঝড়ের দাপট আসুক যতই
হার যে আমি মানব না।
যতই কাঁটা বিঁধুক পায়ে
সত্য পথটা ছাড়ব না।
জীবনটা যে লড়াই আমার
কাউকে কভু ডরব না।
চক্ষু যতই রাঙা করুক
পিছু আমি হাঁটব না।
ন্যায়ের পথে থাকব সদা
অন্যায় আমি সইব না।
কারো কাছে এই মাথাটা
নত কভু করব না।
পাহাড় সম বাঁধা আসুক
ত্রস্ত আমি হব না।
আপন পথে চলতে থাকব
একটা ইঞ্চি সরব না।