সত্য কথা বলা হলে মুখ করে কালো,
ঝোপ বুঝে কোপ দিতে পারে বড় ভালো।
সাধু সেজে নিত্য দিনে করে অভিনয়।
মন্দ কাজে লেগে আছে করেনা যে ভয়।
মিথ্যা বলে হক ঢাকে করে অনাচার
জগতের মাঝে তাই বাড়ে পাপাচার।
সাধু বেশে বড়লোকে চুরি করে আজ,
বেলা শেষে ধরা পড়ে পায় কতো লাজ।
ছল করে পেতে রাখে প্রলোভন ফাঁদ
ঘিরে ফেলে চারদিক নেই কিছু বাদ।
পৃথিবীতে লোক চেনা বড় মুশকিল
মুখে বলে মিষ্টি কথা বিষে ভরা দিল।
ভালোবেসে ফাঁকি দেয় এ কথাটা সত্য,
এভাবেই দুনিয়াতে খেলা চলে নিত্য।
খেলা শেষে যেতে হবে তব নিজ বাড়ি,
যেতে হবে খালি হাতে সবকিছু ছাড়ি।
কেন তবে আছ সবে সত্য পথ ছাড়া?
ফিরে এসো, দাও আজ সৎ পথে সাড়া।
মন্দ কাজ ছেড়ে আর হয়ে যাও ভালো,
এ জীবনে জয় পেতে জ্বালো মনে আলো।