আজ ১৮ই অক্টোবর চির নির্ধারিত দিনেতে,
সহোদরা, তুমি বসবে আজি বিয়ের পিড়িতে ।
তাইতো সেজেছ আজ নব রূপে, এক নব সাজে,
বধূ সেজে বসে আছ উৎফল্লিত ভিড়ের মাঝে।
আজ আনন্দেতে মেতে উঠেছে মোদের প্রাণ।
ভগিনী, তোমার বিয়ে হবে গাইব আজি গান।
বিবাহ-উৎসবের আনন্দে আজ মুখরিত সবাই।
তোমাকে নিয়ে যাবে, আসবে ইউনুস ভাই।
পুষ্পসজ্জায় গাড়ি বহরে আসবে তোমার বর,
শত আয়োজনে, বিদায়ী তুমি কাঁদাবে আত্মাদর।
তোমার বিদায়ে, ব্যথিত হৃদে ভেসে অশ্রু জলে,
প্রার্থনা করি তুমি যেন সুখী হও খোদার ফজলে।
কষ্ট যেন না আসে কখনো তোমার জীবনে,
তোমার সংসার জীবন ভরে উঠুক খুশির প্লাবনে।
তুমি যেন সুখী থেকো, সংসার-জীবন যেন ধন্য হয়;
এ আশীর্বাদ করিতেছি আমি নব ভোরের আলোয়।