মানব রূপে ধরার পরে
জন্ম নিয়ে সবে,
ধর্ম নিয়ে করছো খেলা
মানুষ হবে কবে?
জাতের কথা বড়াই করে
দ্বন্দ্ব কেন ভাই?
এক প্রভুর সৃষ্টি সব
কোনো বিভেদ নাই।
ধনী-গরিব, সাদা-কালোয়
বিবাদ কেন শত?
এমন করে এই জগতে
জীবন হয় ক্ষত।
জাতি-ধর্ম যেটাই হোক
খুন কিন্তু লাল।
হিংসা দ্বেষ যাও গো ভুলে
ধরো দেশের হাল।
মানুষ হয়ে কেন তোমার
মায়া মমতা নাই?
জগত মাঝে একটু খানি
সহানুভূতি চাই।