রমজানের শেষ দশ দিনের এক বিজোড় রাতে,
খুঁজে পাবে শবে কদর থাকো ইবাদতে।
হাজার মাসের চেয়ে উত্তম, মহামূল্য বান,
এই নিশিতে নাজিল হলো মহান আল-কোরআন।
কদরের এই রাতের আছে অনেক ফযিলত,
বেশি করে পড়ো নামাজ, করো তিলাওত।
জিকির করো, দুরূদ পড়ো, করো মোনাজাত,
আরাধনা করো তুমি জেগে থেকে সারা রাত।
পেয়েছি এই রাত্রি তাইতো মোরা ভাগ্যবান,
মহান আল্লাহ রহম করে করছেন মোদের দান।
মোমিন বান্দার তরে এ এক মহা পুণ্যবান রাত,
খোদার দ্বারে করো তওবা তুলে তব দুই হাত।