এসো এসো, এসো হে তরুণ বীর,
ভেঙ্গে ফেলো আজ---
যত আছে বিভীষিকার জিঞ্জীর।
এসো হে প্রবীণ,
আজ তোরাই হও নবীন।
নবীন নামে আছে কাপুরুষের দল,
ঘরেই থাক না ওরা, হয়ে যাক প্রবীণ।
যত আছো নির্ভীক, নবীন বা প্রবীণ---
আয়রে সবাই, চলে আয় আজ,
পেছনে ফেলে সকল বাঁধ।
মুক্তি আজ ছিনিয়ে আনবো,
চারদিকে হবে শান্তির বিরাজ।
মাতাল হও সব মুক্তির গানে,
রাজি হয়ে যাও আজ নির্মম মরণে।