স্মৃতির ভাঁজে আজো মনে পড়ে
সেইসব অতীত রাতের কথা।
মনে পড়ে--
তোমার দেওয়া রাতজাগা যত প্রতিশ্রুতি
আর মোবাইল স্ক্রিনে ভেসে উঠা
প্রেমের সকল বার্তালাপ।
আজ একা বসে আছি, আর ভাবছি--
অতীতের এসব ছিল মিথ্যায় ভরা?
সবটুকু ছিল বুঝি বানানো সংলাপ!