জানুয়ারীর নব প্রাতে
দিকে দিকে উঠেছে রব।
এসেছে আজ নববর্ষ
মুখে মুখে এই কলরব।
স্মৃতির ঘরে অমর হয়ে
একুশ সনটা করল গমন।
নতুন আশা মনে নিয়ে
বাইশকে আজ করছি বরণ।
নতুন বর্ষের নতুন আলো
আসুক আজি সবার ঘরে।
পুরানো সব ভুলে যাই আজ
নবীনের সুখ আসছে দ্বারে।
মনের মাঝে যত দুঃখ
সব কিছু আজ রেখে দূরে।
স্বাগত গান গাইব চলো
সবাই মিলে একই সুরে।
নতুন বছর সবার জীবনে
নিয়ে আসুক সকল হর্ষ।
হৃদয় থেকে জানাই আমি--
"শুভ নববর্ষ"।